সুশান্ত সিং রাজপুতের ঘটনায় নতুন মোড়? এবার থানায় ডাকা হচ্ছে মহেশ ভাটকে

সুশান্ত সিং রাজপুতের আ’ত্মঘা’তীর ঘটনা আজ ১ মাসের ওপর হয়ে গেছে। ঘটনার তদন্তের জেরে সুশান্তের প্রাক্তন প্রে’মিকা অঙ্কিতার বয়ান রেকর্ড করে পুলিশ। ঘটনার শুরু থেকেই মহেশ ভাট ও করণ জোহরকে নিশানা বানিয়েছে নেটিজেনরা। তদ’ন্তের কারণে এবার ডাকা হচ্ছে মহেশ ভাটকে। এবার বয়ান রেকর্ড করা হবে মহেশ ভাটের।

মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন যে, “রবিবার পরিচালকের বাড়িতে মুম্বই পুলিশের তরফে সমন পাঠানো হয়েছে। সোমবার বিকেলে বান্দ্রা থানায় বয়ান রেকর্ডের জন্য তলব করা হয়েছে তাঁকে। যদিও পরিচালকের তরফে এখনও কোন উত্তর পাওয়া যায়নি। তাঁর উত্তরের জন্য অপেক্ষা করছে পুলিশ”। গত রবিবার মুম্বাই পুলিশ মহেশ ভাটের বাড়িতে এসে বার্তা পাঠিয়েছিলেন।

অনিল দেশমুখ আরো জানিয়েছেন, মহেশ ভাটের পর তদ’ন্তের কারণে ঢাকা হতে পারে করণ জোহরকে। ইতিমধ্যেই তার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সুশান্ত সিং রাজপুতের প্রয়া’ণের পর থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে নে’পোটি’জম নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে জোর কদমে। অন্যদিকে করণ জোহর এবং মহেশ ভাটের নাম এক্ষেত্রে সব সবচেয়ে বেশি উঠে এসেছে আমজনতার থেকে।

সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গেও পরিচালক মহেশ ভাটের সম্পর্ক ছিল যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়ায় থাকা বেশ কিছু মহেশ এবং রিয়ার ছবি নিয়েও বহু চর্চা করেছেন নেটিজেনরা। বলিউড ইন্ডাস্ট্রিতে সুশান্তের কোন গডফাদার ছিলনা। এমনকি তার পরিবারের কেউ বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না।

বিহারের এক গ্রাম্য পরিবার থেকে উঠে এসেছিল সুশান্ত। নিজের দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছিল ইন্ডাস্ট্রিতে। ধীরে ধীরে পরিশ্রম করে সকলের জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছিলেন তিনি। ঠিক সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হল। এমনই অভিযোগ করেছেন নেটিজেনরা।

সুশান্তের ঘটনার তদ’ন্তে এখনও পর্যন্ত ৩৭ জনকে জেরা করেছে মুম্বই পুলিশ। গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুত আ’ত্মঘা’তী হন। তার পর থেকেই সকলেই মনে করেন, বলিউডের নে’পোটিজ’মের শিকার হয়েছিল সুশান্ত সিং রাজপুত।

দীর্ঘদিন ধরেই অব’সাদে ভুগছিলেন তিনি। ময়’না তদ’ন্ত এবং পুলিশি তদ’ন্তের মধ্যে দিয়ে জানা গিয়েছে যে তিনি অবসা’দে আ’ত্মঘা’তী পথ বেছে নিয়েছেন । কিন্তু কি কারনে সুশান্তের অব’সাদ, উঠছে সেই প্রশ্ন। যদিও প্রাথমিক তদ’ন্তের পর পুলিশ তার শরী’রে কোনো অস্বাভাবিকতার চিহ্ন পাননি। যদিও নেটমহল তা মানতে নারাজ। একের পর এক CBI তদ’ন্তের দাবি উঠেছে।