সুশান্তের ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হোক CBI-কে, প্রধানমন্ত্রীর কাছে আবেদন নির্ভয়ার আইনজীবী সীমা

দীর্ঘ 7 বছর ল’ড়াই করার পর অবশেষে নির্ভয়া কাণ্ডের অভিযুক্তদের সঠিক সাজা দেওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন। এবার তিনি সুশান্তের হয়ে আওয়াজ তুললেন। সুশান্ত সিং রাজপুত এর আ’ত্মঘা’তী হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মুখ খুললেন নির্ভায়া আইনজীবী সীমা সমৃদ্ধি। তিনি সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে।

গতকাল অর্থাৎ শুক্রবার একটি টুইট করে আইনজীবী জানান ” মাননীয় প্রধানমন্ত্রী, সুশান্ত সিং রাজপুতের প্র’য়া’ণের কারণ ছাড়া অধিকার প্রত্যেক ভারতীয় রয়েছে এক মাসেরও বেশি সময় পার হয়ে গিয়েছে পুলিশ আসল সত্য উদঘাটন করতে ব্যর্থ আমাদের অনুরোধ আপনি এই মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দিন”।

প্রসঙ্গত বলা যায় 2012 সালে নিশংস ভাবে গ’ণধ’ র্ষ’ণ করে মা’রা হয়েছিল নির্ভয়াকে। দীর্ঘ 7 বছর অন্যায় বিচারের জন্য লড়ে গেছেন নির্ভয়ার বাবা-মায়ের সাথে আইনজীবীর সীমা ও। অবশেষে 2020 সালে উপযুক্ত শাস্তি পেয়েছে নির্ভর দোষীরা। ল’ড়া’ই টা শেষ দক্ষতার সাথে শেষ পর্যন্ত চালিয়ে গিয়েছিলেন সীমা সমৃদ্ধি।

এর আগেও বহুবার বহু জনের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি উঠেছে সুশান্ত সিং রাজপুতের ঘটনায়। অমিত শাহর তরফ থেকে বিহারের জন অধিকার পার্টির পাপ্পু যাদব এর উত্তরও পাঠানো হয়েছে।

চিঠিটিতে অমিত শাহ পাপ্পু যাদব কে লেখেন ” আপনার চিঠির 2019 এর16 জন পেয়েছি যেখানে আপনি সুশান্ত সিং রাজপুতের মামলার দায়িত্বভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার আবেদন করেছেন।

আপনার চিঠি সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠানো হয়েছে তবে এখনো পর্যন্ত এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়নি”। এবার সুশান্তের জন্য আওয়াজ উঠিয়েছেন প্রখ্যাত আইনজীবী সীমা সমৃদ্ধি।এখন দেখার পালা কোনদিকে এগোই তদন্তের জল।