‘আত্মনির্ভর ভারত অভিযান’ প্রকল্পে নয়া পদক্ষেপ গ্রহণ কেন্দ্রীয় সরকারের। বৃহস্পতিবার ৪১ টি কয়লা খনির বাণিজ্যিকীকরণের সূচনা হলো প্রধানমন্ত্রীর হাত ধরে। প্রকল্পের সূচনাতেই প্রধানমন্ত্রী বলেন শক্তিক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করতে সরকার ‘বিরাট পদক্ষেপ’ গ্রহণ করেছে।
ক্রমশ দুই ধাপে মোট ৪১ টি কয়লা খনি বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। সেই কথা মাথায় রেখেই বৃহস্পতিবার থেকে ইলেকট্রনিক নিলাম প্রক্রিয়া চালু করেছে কেন্দ্র। গত এপ্রিল মাসেই, ক’রোনা ভা’ইরাসের জেরে দেশের ধ্বসে যাওয়া অর্থনীতিতে প্রা’ণ ফেরাতে সামাল দিতে ‘আত্মনির্ভর ভারত অভিযান’ প্রকল্পে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিরোধীদের দাবি, সাধারণ মানুষকে কোনও নগদ অর্থ সাহায্য না করে স্রেফ স্টা’ন্টবাজি করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত বাজেটের অন্তর্ভুক্ত কয়লা ক্ষেত্রকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার পর প্রধানমন্ত্রী বলেন, ”কয়লার বাজার এখন উন্মুক্ত। এটা সব ক্ষেত্রকেই সাহায্য করবে।”
বিশেষজ্ঞদের তথা পর্যবেক্ষকদের মতে, কয়লা ক্ষেত্র বেসরকারি সংস্থার হাতে পড়লে কয়লা উত্তোলন এর পরিমান বেড়ে যাবে। সেই সাথে বেসরকারি সংস্থার মধ্যে প্রতিযোগিতা বাড়বে। দেশবাসীকে আত্মনির্ভর হবার প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে।